
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুরে ব্যাডমিন্টন খেলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আসমাউল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আসমাউল পৌর সদরের খোয়ার পাড়া এলাকার রঞ্জুর ছেলে। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে পৌর সদরের খোয়ার পাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের ডিজিএম মো. সাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত নন। তবে বিদ্যুৎ ব্যবহারে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, দুর্ঘটনার পর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০২-০৩