
নিজস্ব প্রতিবেদক :
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে শিক্ষার্থীদের বয়স নির্ধারণে গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের মহানগরী, জেলা সদর ও উপজেলা সদরের অধীনস্থ সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ চলছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ নভেম্বর জারিকৃত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার’ অনুচ্ছেদ ২–এর বয়সসীমা সংক্রান্ত ধারায় সংশোধন আনা হয়েছে।
জাতীয় শিক্ষানীতি–২০১০ অনুযায়ী প্রথম শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীর আদর্শ বয়স ৬+ ধরা হলেও সংশোধনীতে বয়সের সর্বনিম্ন সীমা ৫ বছর এবং সর্বোচ্চ ৭ বছর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য কোনো শিক্ষার্থীকে ভর্তি হতে হলে ১ জানুয়ারি ২০২১ অথবা তার আগে জন্মগ্রহণ করতে হবে। আবার সর্বোচ্চ বয়সসীমা অনুযায়ী জন্মতারিখ হতে হবে ৩১ ডিসেম্বর ২০১৮ বা তার পরে।
ভর্তির বয়স যাচাইয়ে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত বয়সসুবিধা প্রযোজ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিটি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসব নতুন নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মাউশি।
সম্পাদনা: রাশেদুল ইসলাম রাশেদ /উপ-সম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৩-০৩