বুধবার | ৩ ডিসেম্বর, ২০২৫ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩২

শিক্ষকদের শাটডাউন/ বার্ষিক পরীক্ষা চলমান রাখতে কঠোর মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :

দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বহু বিদ্যালয়ে তালা ঝুলে থাকলেও নাটোরের লালপুর উপজেলায় বার্ষিক পরীক্ষা কোনওভাবেই স্থগিত হবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষাকে পুঁজি করে কোনো আন্দোলন মেনে নেওয়া হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর এই নির্দেশনা জারি করে উপজেলা প্রশাসন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য গত কয়েকদিন থেকে তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ডাকে সহকারী শিক্ষকরা সারাদেশে কর্মসূচি পালন করছেন। অনেক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে অনেক জায়গায় বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। বিভিন্ন উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তাদের অফিসের সামনে প্রতিবাদ সমাবেশও করছেন শিক্ষকরা। তবে লালপুরের অধিকাংশ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলমান রয়েছে।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির প্রেক্ষিতে লালপুর উপজেলা প্রশাসন আজ একটি জরুরি নির্দেশনা জারি করে জানায়—
★ বার্ষিক পরীক্ষা কোনোভাবেই বন্ধ বা স্থগিত করা যাবে না। সরকার পরীক্ষার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
★ অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন সময়মতো সন্তানদের পরীক্ষা দিতে বিদ্যালয়ে পাঠান।
★ সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি সরকার নিয়ম অনুযায়ী বিবেচনা করছে। দাবিগুলো লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে প্রেরণের আহ্বান জানানো হয়েছে।
★ সরকারি চাকরি বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলা হয়, চাকরিবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
★ কোনো শিক্ষক পরীক্ষা নিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষককে নিজস্ব ব্যবস্থাপনায়—প্রয়োজনে স্বেচ্ছাসেবী ও অভিভাবকদের সহযোগিতায়—পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
★ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা টিম গঠন করে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করবেন।
★ যেকোনো প্রয়োজনে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সকলের যৌক্তিক দাবির প্রতি সম্মান রয়েছে। তবে অভিভাবকদের মনোকষ্ট দিয়ে বা শিক্ষার্থীদের ক্ষতি করে কোনো দাবি আদায় করা যাবে না। কোমলমতি শিশুদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই। উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা স্বাভাবিক রাখতে প্রশাসন ইতোমধ্যে নজরদারি জোরদার করেছে।

মাধ্যমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি স্থগিত :
অন্যদিকে, বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন। তবে মঙ্গলবার রাতে ঘোষণা আসায় অনেক শিক্ষার্থী বিষয়টি জানতে পারেনি। ফলে বেশ কিছু স্কুলে বুধবার পরীক্ষা হয়নি। আগামীকাল থেকে এসব স্কুলেও পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
১লা ডিসেম্বর থেকে মাধ্যমিক সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে (নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্তকরণসহ) কর্মবিরতি পালন করলেও বার্ষিক পরীক্ষাকে অগ্রাধিকার দিয়ে তারা কর্মসূচি স্থগিত করেছেন।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৩-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.