শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২

এমিরেটস এশিয়া পাসঃ এক বুকিং-এ দক্ষিণ এশিয়া ভ্রমণ

নিজ্স্ব প্রতিবেদক:

এমিরেটস এয়ারলাইন ‘এমিরেটস এশিয়া পাস’ নামে উদ্ভাবনী একটি উদ্যোগ চালু করেছে। এই পাস ব্যবহার করে গ্রাহকরা শুধুমাত্র একটি বুকিং এর সাহায্যেই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ সুবিধা পাবেন। দক্ষিণ এশীয় দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্ঘাটনে আগ্রহী ভ্রমণকারীরা ঝামেলাহীনভাবে তাদের ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া পাসের খবর জানিয়েছে।

এমিরেটস এশিয়া পাস ব্যবহারকারীরা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং লাওসে নিজের ইচ্ছেমতো ভ্রমণ পরিকল্পনা করতে পারবেন। এক্ষেত্রে একটি মাত্র বুকিং করেই দশটি পর্যন্ত ফ্লাইট ব্যবহার করতে পারবেন। প্রয়োজন হলে যেকোন একটি গন্তব্যে দ্বিতীয়বারও ভ্রমণ সুবিধা পাবেন।

দক্ষিণ এশিয়ায় এমিরেটসের তালিকাভুক্ত যেকোন একটি আন্তর্জাতিক গন্তব্যের জন্য এয়ারলাইনটির ফ্লাইট বুকিং এর ক্ষেত্রে এই এমিরেটস এশিয়া পাসটি পাওয়া যাবে। এর ফলে, বিভিন্ন এয়ারলাইনে বুকিং করার ঝামেলা থাকবে না এবং একটি প্ল্যাটফর্ম থেকেই সকল ফ্লাইটের ব্যবস্থাপনা করা হবে।

সিঙ্গাপুর, ব্যাংকক এবং কুয়ালামপুরের মতো গুরুত্বপূর্ন গন্তব্যগুলো থেকে এমিরেটসের পার্টনার এয়ারলাইন ব্যাংকক এয়ারওয়েজ এবং বাটিক এয়ার মালয়েশিয়ার সহায়তায় বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে ভ্রমণ করার সুবিধা থাকবে। এছাড়াও, থাইল্যান্ড ও ভিয়েতনাম এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এমিরেটসের নিজস্ব ফ্লাইট রয়েছে।

emirates.com, এমিরেটস কন্ট্যাক্ট সেন্টার, রিটেইল ও টিকিটিং অফিস বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে এমিরেটস এশিয়া পাস পাওয়া যাবে। যাত্রীদের অধিকতর সুবিধা প্রদানের লক্ষ্যে ফ্লাইট বুকিং পরিবর্তন ফি সর্বনিম্ন রাখা হয়েছে, যার পরিমান প্রতিবার পনের মার্কিন ডলার।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.