
নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে নিহত লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের দাফন সম্পন্ন হয়েছে নাটোরে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ জোহর নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে মা–মেয়েকে দাফন করা হয়। এর আগে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জানাজায় অংশ নেন স্থানীয় জনতা, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
ভোরে বড়গাছা এলাকার বাড়িতে মরদেহ পৌঁছালে আত্মীয়–স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনরা ভিড় করেন শেষবারের মতো দেখার জন্য। শোকসন্তপ্ত পরিবারে নেমে আসে নিস্তব্ধতার আবহ।
নিহত লায়লা আফরোজ (৪৮) ছিলেন একজন গৃহিণী ও তার মেয়ে নাফিসা (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
গত সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্মী মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর ঘাতক গৃহকর্মী বাথরুমে গোসল সেরে নাফিসার স্কুলড্রেস পরে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে লায়লার স্বামী দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নৃশংস এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০৯-০১