
নিজস্ব প্রতিবেদক :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতায় বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা সহ অন্যান্য কর্মকর্তারা।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সচেতনতা, মূল্যবোধ চর্চা এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সসম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৯-০৩