মঙ্গলবার | ২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২

নাটোর–১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করলেন খেলাফতের ড. আজাবুল হক

নিজস্ব প্রতিবেদক :
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষাবিদ ড. আজাবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি। লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, এখন পর্যন্ত লালপুর উপজেলা থেকে দুইজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহকারীদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে। তারা সবাই কঠোরভাবে আচরণবিধি অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
মনোনয়ন ফরম উত্তোলনের পর ড. আজাবুল হক বলেন, তিনি নির্বাচিত হলে লালপুর বাগাতিপাড়া থেকে দুর্নীতি, দারিদ্রতা, বেকারত্ব, বৈষম্য ও প্রাতিষ্ঠানিক রাজনীতিকরণ, ভঙ্গুর স্বাস্থ্য খাত, অদক্ষ জনশক্তি ও উন্নয়ন প্রকল্প লুটপাট দূর করবেন। এছাড়া আধুনিক বিজ্ঞানসম্মত উপায়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে তিনি বিপ্লবী পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন। লালপুর – বাগাতিপাড়ায় তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি কওমি বিশ্ববিদ্যালয় ও একটি নার্সিং স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি ন্যায়পরায়ণ, অভিজ্ঞ, দূরদর্শী, আমানতদার, স্বপ্নদর্শী, দায়িত্বশীল ও আল্লাহ ভীরু প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানান।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.