মঙ্গলবার | ২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২

চার প্রতিষ্ঠানের দায়িত্ব ছাড়লেন বিএনপি প্রার্থী পুতুল

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি কোনো লাভজনক পদে বহাল থাকলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। পাশাপাশি নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসরণ এবং নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব পদ থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফারজানা শারমিন পুতুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজের গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
এ বিষয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচন আচরণবিধি অনুযায়ী এসব পদে বহাল থাকলে নির্বাচন কমিশনে ব্যাখ্যা দিতে হতে পারে। পাশাপাশি নির্বাচনী ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না। তিনি বলেন, “আমি চাই না আমার ব্যস্ততার কারণে কোনো প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম ব্যাহত হোক। তাই সার্বিক দিক বিবেচনা করেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” এ সময় তিনি সবার দোয়া কামনা করেন।
উল্লেখ্য, নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এলাকায় সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি আইন, শিক্ষা ও কর্পোরেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসলেও নির্বাচনে অংশগ্রহণের আইনি বাধ্যবাধকতা ও স্বচ্ছতা রক্ষার স্বার্থে এসব পদ থেকে পদত্যাগ করেছেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.