
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
রবিবার (৪ জানুয়ারি) নাটোর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটির দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক শোকজ নোটিশে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
শোকজের বিষয়টি নিশ্চিত করে নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধান কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকেরা মাথায় কলস বহন করে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালান। এ সংক্রান্ত ছবি ও ভিডিওসহ প্রতিবেদন দৈনিক কালের কণ্ঠের অনলাইন সংস্করণ এবং যমুনা টেলিভিশনে প্রচারিত হয়।
নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। অনুসন্ধান কমিটি ঘটনাস্থল পরিদর্শন এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। ফলে এ কার্যক্রম আচরণবিধির বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতীয়মান হয়েছে।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। যথাসময়ে সন্তোষজনক জবাব না দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৬-০১