
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে অনুমোদনহীন সাতটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে ১৫ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে লালপুর সদর ইউনিয়ন ও বিলমাড়িয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন।
অভিযানকালে বিলমাড়িয়া ইউনিয়নের কয়লার ডহর গ্রামে অবস্থিত এজিএস ইটভাটার ব্যবস্থাপক মাহাবুল ইসলামকে ২ লাখ টাকা এবং এজিআর ইটভাটার স্বত্বাধিকারী আব্দুর রবকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের এইচএম ইটভাটার স্বত্বাধিকারী রাজন আলীকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটার স্বত্বাধিকারী শাহিন আলমকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটার স্বত্বাধিকারী জাহিদুল ইসলামকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটার ব্যবস্থাপক জয়নাল আবেদীনকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটার মালিক মাসুদুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, অভিযানে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধারায় ইটভাটাগুলোকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ সময় নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও পরিদর্শক মো. বরহান উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৮-০২