
নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলা আদালত এলাকায় একটি মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে তিনজনকে আটক করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানি উপলক্ষে উভয় পক্ষ আদালতে উপস্থিত হয়। শুনানি শেষ হওয়ার পর আদালত চত্বরেই দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং জড়িত তিনজনকে আটক করেন।
আটককৃতরা হলেন— বাদীপক্ষের নাটোর সদর উপজেলার গৌরীপুর (হয়বতপুর) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিদুল (৩৮), শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে মো. জনি খান (২৪) এবং বিবাদীপক্ষের লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মো. লোকমান সরকারের ছেলে মো. রানা (৪০)।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম জানান, মামলার নির্ধারিত শুনানি শেষে আদালত চত্বরের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০৩