লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় মোট ৪২টি পুরস্কার অর্জন করেছে।
মঙ্গলবার (১ মার্চ ২০২২) বিকেলে শহীদ মমতাজ উদ্দিনের স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোত্তালেব হোসেন সরকার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ হযরত আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকসহ ক্রীড়ামোদী ব্যাক্তিবর্গ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।