শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

মৎস্য সপ্তাহ উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ (৩০ জুলাই-৫ আগস্ট) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই ২০২৪) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।


উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান তোহিদুল ইসলাম বাঘা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহফুজা খাতুন শাপলা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
এ উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।


লালপুর উপজেলার মোট জনসংখ্যা-৩ লাখ ৬ হাজার ৩৫৭ জন (পুরুষ-১ লাখ ৫৪ হাজার ৭৫৬ জন ও মহিলা-১ লাখ ৫১ হাজার ৬৩১ জন)। মাছের মোট উৎপাদন-৫ হাজার ৪১৭.৮৯ মেট্রিক টন। মাছের চাহিদা-৫ হাজার ৮১৪.৬৫ মেট্রিক টন (জনপ্রতি ৬৫ গ্রাম প্রতিদিন)। মাছের ঘাটতি-৩৯৭.৩৬ মেট্রিক টন। প্রণোদনাপ্রাপ্ত জেলে ৫০০ জন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সুবিধাভোগি ৪০ থেকে ৫০ জন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.