বুধবার | ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১

নাটোরের ডিপিসি মাঈদুল হাসানের ইন্তেকাল

নাটোর প্রতিনিধি :
লালপুরে নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর (ডিপিসি) কৃষিবিদ মাঈদুল হাসান (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৮ জানুয়ারি ২০২৪) সকাল সাড়ে ৭ টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পাবনার বাসা হতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের প্রথম জানাজা বেলা সাড়ে ১২ টায় কর্মস্থল লালপুর অবস্থিত নাটোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর নিজ গ্রাম বাঘা উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তিনি লালপুরের দুড়দুড়ীয়া স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নানের জামাতা ও বাঘা উপজেলার বড় ছয়ঘটি (চন্ডিপুর) গ্রামের বাসিন্দা মরহুম তাহাজ্জত হোসেন মাস্টারের ছেলে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.