শাবিপ্রবি প্রতিনিধি :
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে মতবিনিময় করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যরা।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, ‘দলীয় প্রভাবে সাংবাদিকতা হয় না, সাংবাদিকতা হতে হবে দেশের স্বার্থে। দেশের প্রয়োজনে সবার সম্মুখে সত্য ঘটনা তুলে ধরতে হবে। যদি কোনো কিছুর প্রতি প্রভাবিত হতেই হয় সেটা হবে দেশের প্রতি।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল সাড়ে ৫টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুুুষ্ঠিত হয়। এতে শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ও শাবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ড. মাহমুদুর রহমান আরও বলেন, ‘সাংবাদিকদের দলীয় প্রভাবমুক্ত থাকতে হবে। নিজের বিবেকের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে দেশের প্রতি ভালোবাসার উপহার সরূপ সত্যকে উদঘাটন করে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকদের ভাষার উপর দক্ষতা থাকতে হবে এজন্য নিয়মিত বই পড়ার প্রয়োজন।’
তিনি বলেন, ‘ইঞ্জিয়িারিং পড়ে আমি যখন সাংবাদিকতায় আসি অনেকেই এটাকে সহজভাবে গ্রহণ করেননি। বিশেষ করে বাংলাদেশের নামধারী সুশিল সমাজ এটাকেই একদম গ্রহণ করতে পারেননি। তাদের ক্ষোভ হলো ইঞ্জিনিয়ার কেন সাংবাদিক হবে? যেন কোথাও লিখা আছে ইঞ্জিনিয়ার সাংবাদিক হতে পারবে না। কিন্তু মজার ব্যাপার যাকে নিয়ে এসব ধারণা পোষণ করেছে থাকে একুশে পদক দেওয়া হচ্ছে সাংবাদিকতার জন্য। এটা ইতিহাসের বিচার।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, শাবির গণিত বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আশরাফ উদ্দিন, ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ও আইকিউএসই পরিচালক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তার, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামসহ শাবি প্রেসক্লাবের সদস্যরা।
মতবিনিময় সভা শেষে ড. মাহমুদুর রহমানের হাতে শাবি প্রেসক্লাবের প্রকাশনা ‘কথন-৪’ তুলে দেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এর আগে বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশসনিক ভবনে শাবি প্রশাসনের সাথে মতবিনিময় ও বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘আধীপত্যবাদ বিরোধী জাতীয় কনভেশনে’ যোগ দেন তিনি।