বুধবার | ১২ মার্চ, ২০২৫ | ২৭ ফাল্গুন, ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) ঐতিহাসিক একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানিকভাবে দিবসটি শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান উপজেলার কর্মকর্তা, কর্মচারী ও সুধীজনদের সাথে নিয়ে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা ও দোয়া, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


এদিকে দলীয় ব্যানারে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন, অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পেশা ও শ্রেণীর মানুষ উপজেলার বিভিন্ন জায়গা থেকে শোক র‌্যালি নিয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা খালি পায়ে প্রভাতফেরি করে বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি গেয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। আলোচনা অনুষ্ঠানে বাংলা ভাষার উৎকর্ষ সাধন ও মর্যাদা রক্ষায় সারা বছরব্যাপী সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণের দাবি জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.