ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ঈশ্বরদী ব্রাদার্স ক্লাব মিলনায়তনে এক সমাবেশে মনোনয়ন প্রার্থীতার কথা তিনি বলেন।
জাকারিয়া পিন্টু এসময় বলেন, আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সকল প্রকার ঐক্য গড়ে তুলব। আমরা প্রতিহিংসা বর্জন করে রাজনৈতিকভাবে মাঠে প্রতিদ্বন্দিতা করব।
তিনি আরো বলেন, আমার কারামুক্তির পর আমাকে বিভিন্ন স্থানে আলাদাভাবে সংবর্ধনা দিতে চেয়েছে। কিন্তু আমি সেটা এককভাবে গ্রহণ করিনি। আমি বরাবরের মত ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সাথে নিয়েই সেটা করতে চেয়েছি। করেছিও তাই। কেননা আমরা ঈশ্বরদী বিএনপিকে এক ছাদের তলায় এক ব্যানারে দেখতে চেয়েছি। একসাথে পথ চলতে চেয়েছি বলেই ঐক্যের দিকে বেশী নজর দিয়েছি।
ধানের শীষের প্রার্থীতা নিয়ে জাকারিয়া পিন্টু বলেন, আমরা সবাই শহীদ জিয়াকে ভালোবাসি। তাকে ভালোবেসেই আমরা দল করি। আমাদের অনেকেরই চাওয়া থাকবে। কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন। আমরা তার হয়েই দলের জন্য কাজ করব। তবে আমার স্থান থেকে আমিও ধানের শীষের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন চাইব দলের কাছে।
কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিজুর রহমান শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল সরদার, বিএনপি নেতা মোঃ নান্নু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা, আনোয়ার হোসেন জনি, আবু সাঈদ লিটন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী, বিএনপির নেতা টুটুল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর সেচ্ছাসেবেক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন নিফা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সোনামনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএ সাজেদুজ্জামান জিতু, রাশেদুল ইসলাম রিপন, রেজাউল হক মুকুল প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।