রবিবার | ৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশননের উপজেলা কমিটি গঠিত হয়েছে।
শনিবার (৩ মে ২০২৫) দিবাগত সন্ধ্যা রাতে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আনুষ্ঠানিক সভার মাধ্যমে এ কমিটি ষোঘনা করা হয়।
নবগঠিত কমিটিতে স্বপ্নীল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. মোকলেছুর রহমান টগর সভাপতি এবং ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আলী আসরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


এছাড়া সহ-সভাপতি পপুলার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ ও ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের পরিচালক মো. হাফিজুর রহমান মাষ্টার; সহ-সাধারণ সম্পাদক ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম আর মহব্বত; সাংগঠনিক সম্পাদক মোক্তার জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মো. মোক্তার হোসেন এবং দপ্তর সম্পাদক ডক্টরস্ পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. সিমানুর রহমান নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠনের পর সভাপতি মো. মোকলেছুর রহমান টগর বলেন- এটি শুধু একটি কমিটি নয়, বরং এটি একটি সম্মিলিত দায়িত্বের প্ল্যাটফর্ম। আমরা সকলে মিলে লালপুর উপজেলায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নৈতিকতা রক্ষা এবং সেবার মান নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
সাধারণ সম্পাদক ডা. মো. আলী আসরাফ বলেন- বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতালসমূহ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আমরা চাই এই সংগঠনটি হোক একটি স্বচ্ছ, মানবিক ও পেশাদার উদ্যোগের প্রতিচ্ছবি। সম্মিলিতভাবে আমরা স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
নির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সকল সদস্যের সহযোগিতা নিয়ে লালপুর উপজেলায় সকল প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.