শুক্রবার | ১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২

পদ্মা নদীতে বালু মহালে সেনা অভিযান: মাথার খুলি, মাদক, পিস্তল, গুলিসহ আটক ২

ষ্টাফ রিপোর্টার:

ঈশ্বরদীর পদ্মা নদীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনটি পিস্তল, গুলি, মাথার খুলি, মাদক ও নগদ ১২ লাখ টাকাসহ দুজনকে আট করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত পদ্মা নদীর দিয়াড় বাহাদুরপুর মোল্লার চরে মোল্লা ট্রেডার্সের বালু মহালে এ অভিযান পরিচালিত হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার বিষিয়টি নিশ্চিত করে জানান, পার্শ্ববর্তী লালপুর উপজেলার সীমানায় মোল্লার চর থেকে অস্ত্র ও গুলিসহ ২ জন আটক হয়েছে। আটককৃতদের ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও বালুবোঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে। এসময় নদীর দিয়াড় বাহাদুর মোল্লা ট্রেডার্সের বালু মহালে অভিযান চালিয়ে তিনটি পিস্তল, ৪৮টি গুলি, মাথার খুলি, মাদক দ্রব্য ও নগদ ১২ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বালু মহাল থেকে মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি নামে দুজনকে আটক করা হয়।
ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ-ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, আটককৃতরা নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.