সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

বড়াইগ্রামে কালো সৈনিক পোকার চাষ বিষয়ে উদ্যোক্তাদের ২ দিন ব্যাপি প্রশিক্ষণ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ উপ-প্রকল্পের আওতায় স্থানীয় উদ্যোক্তাদের মাঝে কালো সৈনিক পোকার চাষ বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ও বৃহস্পতিবার (৮, ৯ অক্টোবর) দুইদিন ব্যাপি বড়াইগ্রাম উপজেলার দিঘলকান্দী বাজারে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অর্গানাইজেশন ফর সোসাল এডভ্যান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) এই কর্মসূচীর আয়োজনে করে।
পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ রূপান্তর প্রকল্প (আরএমটিপি) উপ-প্রকল্পের আওতায় নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাত করণ স্থানীয় উদ্যোক্তাদের মাঝে কালো সৈনিক পোকার চাষ বিষয়ে ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় কালো সৈনিক পোকার চাষের জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, পোকার চাষ পদ্ধতি, ডিম সংগ্রহ, লার্ভা উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং লার্ভার সঠিক ব্যবহার বিষয়ে দিন ব্যাপি আলোচনা করা হয়।
এ সময় প্রশিক্ষন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, কালো সৈনিক পোকার লার্ভাতে অতি উচ্চ মাত্রার আমিষ রয়েছে, যা মাছ ও মুরগীর উত্তম খাবার হিসেবে বিবেচিত হয়। এই পোকার চাষ ও লার্ভা ব্যবহারের মাধ্যমে মৎস্য চাষীদের পুকুরে খাদ্যের খরচ অনেকাংশে কমে যাবে ও প্রান্তিক চাষীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে। উক্ত দক্ততা উন্নয়ন প্রশিক্ষণে স্থানীয় উদ্যোক্তা, মৎস্য চাষী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ক্যাম্পেইনে মৎস্য চাষীদের নিরাপদ মৎস্য চাষ করার জন্য মাটি ও পানি পরীক্ষা করার বিষয়ে উদ্বুদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.