রবিবার | ২৬ অক্টোবর, ২০২৫ | ১০ কার্তিক, ১৪৩২

লালপুরে পদ্মার তীর রক্ষা বাঁধে ধস, নদী ভাঙনের আশঙ্কা

রাশিদুল ইসলাম রাশেদ, নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধেরর বিভিন্ন স্থানে সিসি ব্লক ধসে পড়েছে। এতে ভাঙনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার মানুষ। শুক্রবার (২৪ অক্টোবর) সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার পদ্মা নদীর তীরবর্তী ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাহপুর, লক্ষ্মীপুর ও গৌরীপুরের তালতলা গ্রামের কয়েকটি স্থানে ৫০-৬০ মিটার এলাকা জুড়ে সিসি ব্লক নদীতে ধসে গেছে। ফলে ঝুঁকিতে পড়েছে আশেপাশের ঘরবাড়ি, ফসলি জমি ও হাট বাজার। বর্তমানে নদীতে প্রবল স্রোত থাকায় দ্রুত সংস্কার করা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসচেতন ব্যক্তি মাছ ধরার সময় নৌকা বেঁধে রাখতে বাঁধের জিও ব্যাগ ও ব্লকের ফাঁকে গর্ত করে বাঁশ, কাঠ ও লোহার রড পুতে রাখে। ফলে জিও ব্যাগ ছিদ্র হয়ে পানি প্রবেশ করায় ধসের সৃষ্টি হয়েছে। এ সব কাজ বন্ধে স্থানীয়দের মধ্যে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
জানা যায়, ২০০৭-২০০৮ অর্থ বছরে উপজেলার পালিদেহা, গৌরিপুর, নুরুল্লাহপুর ও লক্ষ্মীপুর হয়ে তিলকপুর পর্যন্ত ২২৬ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এ বিষয়ে ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, বর্ষায় নদীতে প্রবল স্রোতে নুরুল্লাপুর, লক্ষ্মীপুর ও গৌরীপুরের কয়েকটি জায়গায় সিসি ব্লক ধসে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান জানান, বিষয়টা আমাদের জানা আছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে নাটোর পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম বলেন, লালপুরে নদীর তীর রক্ষা বাঁধ ধসের বিষয়টি আমরা জানতে পেরেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.