মঙ্গলবার | ২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২

নাটোর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক ও সম্পাদক কামরুল ইসলাম নির্বাচিত

নাটোর প্রতিনিধি:

নাটোর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলা ভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ২টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার এম. এ. সেলিম ও মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. শহীদুল হক সরকার ৩৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ীকে পরাজিত করেন। বাপ্পী লাহিড়ীর প্রাপ্ত ভোট ছিল ১৩। সাধারণ সম্পাদক পদে বাংলা ভিশনের কামরুল ইসলাম ২৯ ভোট পেয়ে যমুনা টেলিভিশনের নাজমুল হাসানকে ১২ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে খবরপত্রের এনামুর রহমান চিনু ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জুনিয়র সহসভাপতি পদে বৈশাখী টেলিভিশনের মো. ইসাহাক আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসএ টিভির মোস্তাফিজুর রহমান টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নিউ এজ-এর আশরাফুল আলম ৩২ ভোট পেয়ে, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ঢাকার আশরাফুল ইসলাম বাচ্চু ৩৪ ভোট পেয়ে, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নয়া শতাব্দীর এম. এম. আরিফুল ইসলাম ২৯ ভোটে পেয়ে ও দপ্তর সম্পাদক পদে বাংলাদেশ এক্সপ্রেসের মনজুর-ই-মওলা সাব্বির ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৩৪ ভোট পেয়ে আমার দেশের আব্দুস সালাম, ৩৩ ভোট পেয়ে ইনকিলাবের মো. আজিজুল হক টুকু, ২৮ ভোট পেয়ে এশিয়ান টিভির আব্দুল মজিদ এবং ২৭ ভোট পেয়ে দীপ্ত টিভির সাহেদুল আলম রোকন নির্বাচিত হয়েছেন।
নাটোর প্রেসক্লাবের এই নির্বাচনে ক্লাবের ৪৬ সদস্যের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিক সমাজের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ফলাফল ঘোষণার পরে জয়ী এবং বিজিত সকল প্রতিদ্বন্দ্বী সাংবাদিকরা একে অপরকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.