রবিবার | ২ নভেম্বর, ২০২৫ | ১৭ কার্তিক, ১৪৩২

লালপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ এবং একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নয়, সামাজিক ঐক্য ও আত্মনির্ভরশীল সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি হবে আরও শক্তিশালী, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

 

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.