
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমি) ৯৩তম আখ মাড়াই মৌসুম (২০২৫-২৬) উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে মিলের ‘কেইন কেরিয়ার’ প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নূরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভসহ আখচাষী, গণমাধ্যম কর্মী ও মিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মিল সূত্র জানা গেছে, দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যে চলতি মৌসুমে ১১৭ কর্মদিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ। এ বছর মানসম্মত আখ উৎপাদন ও সহায়তার লক্ষ্যে কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মিলের তত্বাবধানে ১৫ হাজার কৃষকের মাধ্যমে চিনি উৎপাদনের জন্য ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে। তন্মধ্যে মিলের নিজস্ব আখ রয়েছে রয়েছে ২ হাজার ৫০০ একর। মিলের ৩১ টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ কেনা শুরু হয়েছে। এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ২৫ টাকা বৃদ্ধি করে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের সরাসরি পরিশোধ করা হবে (মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা)।
আখচাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার বলেন, আখের দাম আরও বাড়ানো দরকার। পাশাপাশি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই আখ মাড়াই সম্পন্ন করতে হবে, নইলে আখ মারা যাওয়ায় ও সাথী ফসল চাষে ব্যাঘাত ঘটায় কৃষকরা ক্ষতির মুখে পড়ে।
আর সমিতির সভাপতি আনসার আলী দুলাল প্রকৃত আখচাষীদের মাঝে আখের পুর্জি বিতরণের দাবি জানান।
প্রসঙ্গত, ২০২৪ – ২৫ মাড়াই মৌসুমে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৫.৭৮ হারে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল।