শনিবার | ৮ নভেম্বর, ২০২৫ | ২৩ কার্তিক, ১৪৩২

দেশের প্রাচীনতম সুগার মিলে ৯৩তম আখ মাড়াই মৌসুমের সূচনা

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমি) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের আখ মাড়াই মৌসুম। দেশের অন্যতম প্রাচীন ও ভারী শিল্প প্রতিষ্ঠানটির এ মৌসুমে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে নতুন মৌসুমের উদ্বোধন করেন। পরে মিল প্রাঙ্গণের ‘কেইন কেরিয়ার’ এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. নূরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, আখ চাষী সমিতির সভাপতি আনসার আলী দুলাল, শ্রমিক ইউনিয়ন সভাপতি (সিবিএ) মো. আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পিন্টু, কৃষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সিবিএ নেতা আশরাফুজ্জামান উজ্জ্বল পে-কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মতো কমিশন গঠন, দক্ষ জনবল তৈরির স্বার্থে স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি শ্রমিকদের স্থায়ী পদে অভ্যন্তরীণ সমন্বয় বা পদায়ন, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের অর্থ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী হাজিরা প্রদান, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্রাচ্যুইটির টাকা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের দাবি জানান।
উপজেলা আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক সুকুমার সরকার বলেন, “আখের দাম আরও বাড়ানো দরকার। পাশাপাশি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই আখ মাড়াই সম্পন্ন করতে হবে, নইলে আখ মারা যাওয়ায় ও সাথী ফসল চাষে ব্যাঘাত ঘটায় কৃষকরা ক্ষতির মুখে পড়ে।”
এছাড়া, প্রকৃত আখচাষীদের মাঝে আখের পুর্জি বিতরণের দাবি জানান সমিতির সভাপতি আনসার আলী দুলাল।
মিলের শ্রমিক ও কৃষকদের নায্য দাবি-দাওয়ার বিষয়ে একমত পোষণ করে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিষয়গুলো আমরা জানি। নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়ে কাজ চলছে। দ্রুত বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সুগার মিলের আধুনিকায়নের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় তিনি অবৈধভাবে স্থানীয় পদ্ধতিতে আখ মাড়াই করে গুড় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার আহবান জানান।
মিল কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে ১২৬ কার্যদিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে প্রায় ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর মানসম্মত আখ উৎপাদনে সহায়তা দিতে কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে। মিলের তত্ত্বাবধানে ১৫ হাজার কৃষক ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ করেছেন, যার মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর।

গত বৃহস্পতিবার থেকে মিলের ৩১টি ক্রয়কেন্দ্রের মাধ্যমে আখ সংগ্রহ শুরু হয়েছে। এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৫ টাকা বাড়িয়ে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের পাওনা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পরিশোধ করা হবে। মিল গেটে প্রতি মন আখের দাম ২৫০ টাকা এবং ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০২৪-২৫ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিল ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৭৮ শতাংশ হারে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.