
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে তিনটি মামলায় কারাদণ্ড ও জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ২০ গ্রাম গাঁজা এবং ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নাছিম আলী (১৯), হৃদয় আলী (২৬) ও এনামুল খানকে (৩৭) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ