
নাটোর প্রতিনিধি :
নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৭০০ টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর, ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া মোড়ে উত্তরা ফিলিং স্টেশনের সামনে ডিবির নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়।
আটক বেলাল হোসেন (২৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সরিষাবাদ গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় তার সহযোগী রনি আহম্মেদ রনি (৩৬) নামের আরও একজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি। রনি নাটোর সদর উপজেলার কানাইখালি গ্রামের আফজাল হোসেনের ছেলে।
এ ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। জেলা গোয়েন্দা শাখা জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ