
নিজস্ব প্রতিবেদক:
“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” স্লোগানে শতবর্ষ পুর্তি উদযাপন করতে যাচ্ছে নাটোরের লালপুর উপজেলার তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ইতিহাস, ঐতিহ্য ও গৌরব তুলে ধরতে আগামী ২৫ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) দিনটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র্যালি, কুইজ প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে সাবেক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে।
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে ইতোমধ্যে চার সদস্যের একটি প্রস্তুতি কমিটি ও একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক মো.গোলাম কিবরিয়া বলেন, স্কুলের সাবেক শিক্ষার্থীরা স্বপরিবারে শতবর্ষ পুর্তি উদযাপনে অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক সাবেক শিক্ষার্থীকে আগামী ১০ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে স্ব-শরীরে অথবা অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে প্রত্যেক শিক্ষার্থী ও অতিথিকে ৬০০ টাকা করে জমা দিতে হবে। অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
অনলাইনে রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/kinAe162dWiXT1nMA
রেজিষ্ট্রেশনের শেষ সময়: ১০ ডিসেম্বর, ২০২৫।
রেজিস্ট্রেশন ফি জমা ও যেকোনো সহযোগিতা নেওয়ার নম্বর:
মো. শাহজাহান আলী – ০১৭১২ ৫২৮৯৫৮ (বিকাশ),
০১৭২৭ ৭১২০০২, ০১৭৪০ ৮২৬৮৭২
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ