লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জনপ্রিয় ফেসবুক পেইজ বিডি২৪ঘন্টা ও লালপুর লাইভের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩ রানে জয় পেয়েছে লালপুর লাইভ।
শনিবার (০৪ নভেম্বর ২০২৩) উপজেলার লালপুর ডিগ্রী কলেজ মাঠে লাভলী ফাউন্ডেশনের সৌজন্যে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলি।
এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন, সালাহ উদ্দিন, আব্দুর রশিদ মাষ্টার প্রমূখ।
টসে জিতে লালপুর লাইভ ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। আর বিডি২৪ঘন্টা ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৮২ রান করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি তুলে দেওয়া হয়।