
নিজস্ব প্রতিবেদক :
প্রতিদিনের মতোই ভোরে মুয়াজ্জিনের আজানে সাঁড়া দিয়ে মসজিদের পথে বের হয়েছিল দশ বছরের শিশু কাউসার আহমেদ মাহিন। কিন্তু ভোরের সেই পথটাই হয়ে গেল তার জীবনের শেষ পথ। মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) ভোরে নাটোরের লালপুরে নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় শিশু মাহিনকে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় গ্রামের সকাল।
নিহত মাহিন নুরুল্লাহপুর গ্রামের মো. কামাল হোসেনের ছোট ছেলে। পড়াশোনা করতো নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণিতে। পরিবারের সবার আদরের সন্তান ছিল সে। মেধাবী এই শিক্ষার্থী নিয়মিত নামাজ পড়তো, মসজিদেই কাটতো তার প্রতিদিনের ভোর। এ দিন দুর্ঘটনার খবরে ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। যাওয়ার পথে বাঘা এলাকায় সকাল সাড়ে ছয়টার দিকে থেমে যায় মাহিনের শ্বাস-প্রশ্বাস। নিশ্চুপ হয়ে যায় একটি ছোট্ট জীবন। এভাবেই আক্ষেপ করে ঘটনাটির বর্ণনা দেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে। আইনগতভাবে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
একটি অল্প বয়সের জীবন, একটি মসজিদের পথ, আর একটি পরিবারের স্বপ্ন—হঠাৎই নিভে গেল সড়কে। গ্রামের মানুষের মুখে এখন একটিই প্রশ্ন—এভাবে আর কত জীবন ঝরবে?
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপ সম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০২-০১