
প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি (ইটিসি) ও বোর্ড পরিবর্তন (বিটিসি)–সংক্রান্ত অনলাইন কার্যক্রম আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল সম্পর্কিত অনলাইন কার্যক্রমও সম্পন্ন করা যাবে।
শুক্রবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব কার্যক্রমই কলেজের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের বোর্ডে সরাসরি যোগাযোগ করার প্রয়োজন নেই।
কার্যক্রমভেদে ফি নির্ধারণ করে দিয়েছে বোর্ড। এক্ষেত্রে
বিষয় পরিবর্তনে ২০০ টাকা, গ্রুপ/বিভাগ পরিবর্তনে ৮০০ টাকা, ইটিসি ও বোর্ড পরিবর্তনে ৭০০ টাকা, ভর্তি বাতিলে ৬০০ টাকা লাগবে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে কোন টাকা লাগবে না।
বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে এসব কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৫-০৬