
নিজস্ব প্রতিবেদক :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে নানা আয়োজনে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান টুটুল।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল আবেদীন হিমেল।
বক্তারা বলেন, দেশ সব প্রতিবন্ধকতা অতিক্রম করে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি প্রতিরোধ অত্যন্ত জরুরি। শুধু আর্থিক অনিয়ম নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতির অন্তর্ভুক্ত—তাই দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।
আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বরে জাতীয় পতাকা ও দুর্নীতিবিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৯-০২