
নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলার চারটি সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। এ সংক্রান্ত অফিস আদেশে স্বাক্ষর করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন।
অফিস আদেশ অনুযায়ী, নাটোর-১ আসনে লালপুর উপজেলায় দায়িত্ব পেয়েছেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার শ্রী সোহাগ বাবু। একই আসনের বাগাতিপাড়া উপজেলায় দায়িত্ব পালন করবেন বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া।
নাটোর-২ আসনে নাটোর সদর উপজেলায় নিয়োজিত হয়েছেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত ও নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ। এ ছাড়া নলডাঙ্গা উপজেলায় দায়িত্ব দেওয়া হয়েছে নলডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমানকে।
নাটোর-৩ আসনে সিংড়া উপজেলায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শানজিদা মুস্তারী এবং সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান।
আর নাটোর-৪ আসনে গুরুদাসপুর উপজেলায় দায়িত্ব পেয়েছেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। বড়াইগ্রাম উপজেলায় দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহেরা হালিম হাজারীকা এবং বড়াইগ্রামের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচন-পরবর্তী দুই দিনসহ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে প্রতিদিন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাদের কার্যক্রমের প্রতিবেদন দাখিল করতে হবে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে প্রয়োজনে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তিনি জানান, ইতোমধ্যেই তারা নিজ নিজ এলাকায় কার্যক্রম শুরু করেছেন।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৪-০২