মঙ্গলবার | ২৩ ডিসেম্বর, ২০২৫ | ৮ পৌষ, ১৪৩২

নাটোর–১ আসনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক টিপুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

নিজস্ব প্রতিবেদক :
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের কাছ থেকে এ মনোনয়ন ফরম গ্রহণ করেন লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা।
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ জানান, এখন পর্যন্ত লালপুর উপজেলা থেকে তিনজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তারা সবাই আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, এর আগে গত রোববার বিএনপির প্রাথমিকভাবে মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এছাড়া সোমবার খেলাফত মজলিসের প্রার্থী শিক্ষাবিদ ডক্টর আজাবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/উপ-সম্পাদক / প্রাপ্তি প্রসঙ্গ /২৩-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.