
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে সপ্তাহ জুড়ে চলমান মৃদু শৈত প্রবাহ থেকে মাঝারি শৈত প্রবাহ শুরু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) সকাল ৬টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উপজেলায় ১’লা জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি, ২’রা জানুয়ারি ৮ দশমিক ৮ ডিগ্রি, ৩’রা জানুয়ারি ৯ ডিগ্রি, ৪ জানুয়ারি ১০ ডিগ্রি, ৫ জানুয়ারি ৮ দশমিক ৪ ডিগ্রি ও ৬ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন বলেন, গত ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে ১’লা জানুয়ারি থেকে মৃদু শৈত্য প্রবাহ চলমান থাকলেও বুধবার থেকে মাঝারি শৈত প্রবাহ শুরু হয়। চলমান আবহাওয়া পরিস্থিতি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈতপ্রবাহ ও তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈতপ্রবাহ ধরা হয়।
এদিকে উত্তরের হিমেল হাওয়ায় উপজেলা জুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে সন্ধ্যার পর উপজেলার রাস্তাহাট ও হাট বাজার প্রায় জনশূন্য হয়ে পড়ছে। সবচেয়ে বেশি কষ্ট করছেন ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৭-০১