নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে সাপ্তাহিক দীপ্ত কণ্ঠ পত্রিকা নতুন করে পথ চলা শুরু করেছে।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) বনপাড়া পৌরসভার মেয়রের বাসভবনে পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। দীর্ঘ ২৬ বছর পথ চলা মাঝখানে অনেক দিন বন্ধ ছিল।
পত্রিকার সম্পাদক বনপাড়া পৌরসভার মেয়র অধ্যাপক কে এম জাকির হোসেনের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক ও বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মৃধার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি মো. ওয়াছেক আলী সোনার, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে সংসদ সদস্য পদপ্রার্থী আসিব আব্দুল্লাহ বিন কুদ্দুস, বড়াইগ্রাম উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক।
সম্পাদক কে এম জাকির হোসেন বলেন, এই পত্রিকা আমার একার নয়। আপনারা সহয়তা করলে সপ্তাহিক থেকে দৈনিক হিসেবে সারা বাংলাদেশ ছড়িয়ে দেব।