বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১

ঐতিহ্য বুক ইনফ্লয়েন্সার অ্যাওয়ার্ড

বই নিয়ে কাজ করেন এমন মানুষদেরকে খুব কমই মনে রাখা হয়। তারা যথাযথ কৃতিত্ব, স্বীকৃতি পান না। লেখকরা ‘বেস্টসেলার লেখক’ অ্যাওয়ার্ড পান, প্রকাশনী পায় ‘বেস্টসেলার প্রকাশক’ অ্যাওয়ার্ড। কিন্তু, বই নিয়ে কাজ করেন এমন মহৎ মানুষজন আড়ালেই থেকে যান।
অনেকেই ব্যক্তিগত পাঠাগার তৈরি করেছেন, অনেকে আবার সামাজিক পাঠাগার। কারো কারো উদ্যোগে স্কুল, মসজিদ, মাদরাসা, গ্রাম, চায়ের দোকান, সেলুন, বাস, ট্রেনে গড়ে উঠেছে পাঠাগার। মানুষকে বইয়ের সাথে সম্পৃক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এসব বইপ্রেমী।
কেউ কেউ স্ব-উদ্যোগে বইয়ের প্রচারণা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বই নিয়ে তারা রিভিউ লিখেন, ভিডিও বানান, বইয়ের গ্রুপ বানান।
ঐতিহ্যের ২ যুগ পূর্তি উপলক্ষে বই নিয়ে কাজ করা এমন ইনফ্লুয়েন্সারদের আমরা মূল্যায়ন করতে চাই।
বই নিয়ে কাজ করেন এমন ২৪ জন উদ্যোক্তা, রিভিউয়ার, বইপ্রেমীকে আমরা ‘বুক ইনফ্লয়েন্সার অ্যাওয়ার্ড’ দিতে চাই।
◑ প্রথম পুরস্কার : ২৫ হাজার টাকা মূল্যমানের বই, প্রশংসাপত্র এবং ক্রেস্ট।
◑ দ্বিতীয় পুরস্কার : ২০ হাজার টাকা মূল্যমানের বই, প্রশংসাপত্র এবং ক্রেস্ট।
◑ তৃতীয় পুরস্কার : ১৫ হাজার টাকা মূল্যমানের বই, প্রশংসাপত্র এবং ক্রেস্ট।
◑ চতুর্থ পুরস্কার : ১০ হাজার টাকা মূল্যমানের বই, প্রশংসাপত্র এবং ক্রেস্ট।
এছাড়াও ২০ জন ইনফ্লুয়েন্সার পাবেন ঐতিহ্য’র পক্ষ থেকে বই, প্রশংসাপত্র এবং ক্রেস্ট।
ঐতিহ্য’র ‘বুক ইনফ্লয়েন্সার অ্যাওয়ার্ড’–এ অংশগ্রহণ করতে বই নিয়ে আপনার কার্যক্রম পাঠান আমাদের ইমেইলে। প্রয়োজনে বই নিয়ে আপনার কার্যক্রমের ছবি, ভিডিও বা লিংক সংযুক্ত করতে পারেন। অথবা আপনার পরিচিতি কোনো বইবন্ধু বা বইপড়ুয়ার কাজও তাঁর পক্ষ থেকে পাঠাতে পারেন আমাদেরকে।
আমাদের মেইল আইডি : [email protected]
আপনার বইবন্ধুকে মেনশন করুন এই পোস্টের কমেন্টে। মন্তব্যকারীদের মধ্য থেকে দৈবচয়নে ৫জনকে দেওয়া হবে শুভেচ্ছা উপহার।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.