মঙ্গলবার | ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১

লালপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি ২০২৪) উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।


সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) হাসান তৌফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সংসদ সদস্য তাঁর সময়ে শুরু হওয়া পদ্মা নদীর চরে নাটোর অর্থনৈক অঞ্চল, নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডে কো-জেনারেশন প্রকল্প ছাড়াও গোপালপুর রেলগেটে ফ্লাইওভার স্থাপন, লালপুর বাজারের যানজন, সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।


সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এরআগে মৎস্য বিভাগের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পাধীন জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে পদ্মা নদী উপকূলীয় লালপুর, ঈশ্বরদী, বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া চারটি ইউনিয়নের ৩২ জন জেলেকে সহায়তা উপকরণ হিসেবে গরুর বাছুর প্রদান এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উদ্যোগে ৩০০ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.