শুক্রবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২৯ ভাদ্র, ১৪৩১

এমপি আবুল কালামকে সংবর্ধনা ও চার তলা ভবনের ভীত স্থাপন

 

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে চক নাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর আয়োজনে স্থানীয় এমপি কে সংবর্ধনা ও চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভীত স্থাপন অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার চক নাজিপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালামকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ। অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর -১ লালপুর -বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী , উপজেলা শিক্ষা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা, অধ্যক্ষ আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আমজাদ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ওয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.