শনিবার | ২৭ জুলাই, ২০২৪ | ১২ শ্রাবণ, ১৪৩১

নাটোরের সিংড়াতে পণ্যবাহি গাড়ী গতিরোধ করে চাঁদাবাজি করাকালীন  চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, রাজশাহী (ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্প)এর চৌকষ আভিযানিক দল ইং ১১ মার্চ ২০২৪ তারিখ ১২.১০ হতে ১৬.৩০ ঘটিকা পর্যন্ত নাটোরের সিংড়া ধানাধীন সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস হতে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (৩০), পিতা-মৃত শহিদ সওদাগর, সাং-সরকারপাড়া, ২। মোঃ হাফিজ (৪০), পিতা মোঃ আব্দুল ছামাদ, সাং-নিংগুইন উত্তরপাড়া, ৩। মোঃ মনসুর রহমান (৩৫), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-চাঁদপুর, ৪। মোঃ বকুল খান (৪৭), পিতা-মোঃ উকিল উদ্দিন খান, সাং-মাদারীপুর, ৫। মোঃ নজরুল ইসলাম (৪৫), পিতা-মৃত ওসমান আলী প্রাং, সাং-বাসুয়াপাড়া, ৬। মোঃ কুদরত (৩৫), পিতা-মোঃ মোজাম্মেল সরদার, সাং-মাদারীপুর, সর্ব থানা-সিংড়া, জেলা-নাটোরদের গ্রেফতার করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.