লালপুর( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে হালুডাঙ্গা যুব সম্প্রদায়ের উদ্যোগে দেশমাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি এবং কল্যাণ কামনায় ২৪ প্রহর ব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীকৃষ্ণ পরম শ্রেষ্ঠ গৌরবের ধন, শ্রীকৃষ্ণ হৃদয় বৃন্ত সাধের সাধনা। শ্রীকৃষ্ণ প্রেমের সিন্ধু তরঙ্গ বিশাল, শ্রীকৃষ্ণ জগত জীবের আশ্রয় যেথায় আছে সেথা মান ধায় ত্রিদির সংসার চলে শ্রীকৃষ্ণ কৃপায়।এ নাম যোগ্য অনুষ্ঠান টি বুধবার (১৫মে২০২৪)হালুডাঙ্গা গ্রামের তরণীমোহন বিশ্বাসের বহির্বাটি অঙ্গণে শুরু হয়ে শুক্রবার (১৭ মে ২০২৪) দিন শেষে ৩ দিন ব্যাপি ২৪ প্রহর এই অনুষ্ঠান টি শেষ হলেও ১৯মে রবিবার দধিমঙ্গল ও মহন্ত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি হবে। এ সময় নামসুধা পরিবেশনায় ছিলেন গোপালগঞ্জের শ্যামা পুজা সম্প্রদায়, কুষ্টিয়ার শচীনন্দ সম্প্রদায়, গোপালগঞ্জের রামকৃষ্ণ সম্প্রদায়, সিরাজগঞ্জের আদি নিত্যানন্দ সম্প্রদায়, নাটোরের শ্যামা মাতা সম্প্রদায়। আয়োজিত অনুষ্ঠানে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। যোগ্য অনুষ্ঠানে গীতা পাঠক ছিলেন রাজশাহী জেলার বাঘা উপজেলার আটঘরিয়া গ্রামের ভক্ত সুশীল কুমার সরকার, অধিবাস কীর্তনীয়াই ছিলেন নাটোরের ধুপইল গ্রামের দীনেশ চন্দ্র কুন্ডু।এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরেশ চন্দ্র মন্ডল।