শনিবার | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১

ঈশ্বরদীতে উপজেলা চেয়ারম্যান হলেন যারা

নিজস্ব প্রতিবেদক।।

পাবনার ঈশ্বরদীতে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান পদক প্রাপ্ত সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক রানা সরদার।
বুধবার (২৯ মে২০২৪) রাতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সুবীর কুমার দাস স্বাক্ষরিত নির্বচনী ফলাফল প্রকাশের বার্তা প্রেরণ শিট মাধ্যম বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানাযায় উপজেলা পরিষদ নির্বাচনে একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে মোট ৮৪টি ভোট কেন্দ্রে ৬০২টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পর গণনা শেষে একে একে প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা প্রতীকে ৩৯হাজার ১৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদুল হক রানা সরদার । তার নিকটতম প্রতিদ্বন্দী ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ মিন্টু মোটর সাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৩৭হাজার ২৩০ভোট। ঈশ্বরদী উপজেলা মোট ভোটার সংখ্যা ২লাখ ৭৭হাজার ৩৭১জন। এদর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ১১২ জন, মহিলা ভোটার ১লাখ ৩৭ হাজার ১৭৬জন ও তৃতীয় লিঙ্গের ৩জন ভোটার রয়েছে। মোট ভোট পড়েছে ২৮.০৯%, বৈধ ভোটের সংখ্যা ৭৭হাজার ৬৭৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ২৩৬টি। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কা প্রতীকে ৩০হাজার ৯০৩ ভোট পেয়ে মোঃ আব্দুস সালাম খাঁন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মেহেদী হাসান বৈদ্যুতিক বাল্ব মার্কায় ১২হাজার ৮৫৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা প্রতীকে ২৬হাজার ৫২২ ভোট পেয়ে মোছাঃ আতিয়া ফেরদৌস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মাহ্জেবীন শিরিন (পিয়া) ফুটবল মার্কা প্রতীকে ২১হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।

এছাড়াও চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া মার্কা প্রতীকে ১হাজার ২৭৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান মিলন উড়োজাহাজ মার্কা প্রতীকে ১০হাজার ৮৮২ ভোট, ছাইফুল আলম চশমা মার্কা প্রতীকে ৭ হাজার ৮৯৭ ভোট, আরিফুল ইসলাম টিউবওয়েল মার্কা প্রতীকে ৭হাজার ৩৯৭ ভোট, আব্দুল বারী টিয়া পাখি প্রতীকে ৪হাজার ৮৮৬ ভোট এবং শফিউল আলম বিশ্বাস তালা মার্কা প্রতীকে ২হাজার ৭৮০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোহানা পারভীন সেলাই মেশিন প্রতীকে ১৫হাজার ৬০৬ ভোট ও মোছা. পারভীন হাঁস মার্কা প্রতীকে ১৩ হাজার ৯১০ ভোট পেয়েছেন।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.