রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।
নাটোরের লালপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে ২০২৪) দুপুরে উপজেলার চামটিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান ইয়াছিন আলীর  ভাটায় জমে থাকা পানিতে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।
জানা যায় লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের রিমন আলীর ছেলে রাব্বি (৮) প্রায় ১০ দিন আগে চামটিয়া গ্রামে নানা সিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় দুপুরে বন্ধুদের সাথে খেলাধুলার এক পর্যায়ে ভাটার জমে থাকা পানিতে গোসল করতে নেমে সে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রাব্বিকে উদ্ধার করে দ্রুত  লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.