শুক্রবার | ৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১

এমডিএসএএন-এর সভাপতি ফয়সাল ও সম্পাদক সাদমান

নাটোর প্রতিনিধি :
দেশের সব সরকারি, বেসরকারি, আর্মি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন ২০২৪) নাটোর বিএমএ ভবনে রাজশাহী মেডিকেল কলেজের ফয়সাল আহমেদকে সভাপতি ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাদমান সাদিক তুষারকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়।
এমডিএসএএন পরিচালনা পরিষদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠালীন উপদেষ্টা নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও এমডিএসএএন-এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি ডা. এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক ডা. সমীরণ কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ ডা. এ ওয়াই খান, পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক মো. জুবায়ের হোসেন লিখন এবং মূখ্য পর্যবেক্ষক ডা. শাহরুখ নোমান নওরোজের স্বাক্ষরে কমিটি পাশ হয়।


কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি : নাজমুল হুদা (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ), তাসদিকুল ইসলাম বনি (রংপুর মেডিকেল কলেজ, মুনতাসির মুয়িদ অর্ঘ্য (এনাম মেডিকেল কলেজ), জয়ী ঘোষ (খুলনা মেডিকেল কলেজ) ও সালাহউদ্দিন শিবলু ( রাজশাহী মেডিকেল কলেজ)। যুগ্ম সাধারণ সম্পাদক : শোয়েব আক্তার শোভন (রাজশাহী মেডিকেল কলেজ), মহিন শেখ (রাজশাহী মেডিকেল কলেজ) ও সুমাইয়া আহমেদ মৃত্তিকা (খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ)। সাংগঠনিক সম্পাদক : রায়হানুর রহমান (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), জাফরীন জাকির (শেখ হাসিনা মেডিকেল কলেজ) ও মো. সাফি সামি শাওন (রংপুর মেডিকেল কলেজ)। বেসরকারি মেডিকেল বিষয়ক সম্পাদক : মো. আফনান আহমেদ রুপম (এনাম মেডিকেল কলেজ)। প্রচার সম্পাদক : মাহিম রানা (রাজশাহী মেডিকেল কলেজ)। উপ-প্রচার সম্পাদক : জান্নাতুল ফেরদৌস বৈশাখী (টিএমএসএস মেডিকেল কলেজ)। দপ্তর সম্পাদক : রাকিব হাসান (নওগাঁ মেডিকেল কলেজ)। উপ-দপ্তর সম্পাদক : এস এম রুম্মান মুস্তাকিম (রাজশাহী মেডিকেল কলেজ)। অর্থ সম্পাদক : নাফিউল করিম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)। উপ-অর্থ সম্পাদক: ফরহাদ হোসেন (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ)। সাংস্কৃতিক সম্পাদক : ইবতিসাম সোহান অভি (রাজশাহী মেডিকেল কলেজ)। উপ-সাংস্কৃতিক সম্পাদক : মিনার রহমান (নওগাঁ মেডিকেল কলেজ)। আপ্যায়ন বিষয়ক সম্পাদক : নুসরাত জাহান মাইশা (রাজশাহী মেডিকেল কলেজ)। উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক: শাদমান কবির রাফি (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)। সমাজসেবা বিষয়ক সম্পাদক : সামিহা রেজা (সাতক্ষীরা মেডিকেল কলেজ)। উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক: আল রাফিউজ্জামান (রাজশাহী মেডিকেল কলেজ)। পরিবেশ বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস মিথিলা (রাজশাহী মেডিকেল কলেজ)। উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক: বাঁধন কুন্ডু (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ)। ক্রীড়া বিষয়ক সম্পাদক : শারাফাতুল ইসলাম মাহিন (বারিন্দ মেডিকেল কলেজ)। উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক : চমক সরকার (রাজশাহী মেডিকেল কলেজ)। সহ-সম্পাদক: আব্দুল্লাহ আল কাফি (ঢাকা মেডিকেল কলেজ), সামিন তাইয়েব (নওগা মেডিকেল কলেজ) ও জাহিদ সরকার (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ)। কার্যকরী সদস্য: মো. সিহাবুর রহমান (টিএমএসএস মেডিকেল কলেজ), ইমদাদুল হক ইমন (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ), মো. আশিকুর রহমান (এম এ জি ওসমানি মেডিকেল কলেজ) এবং অভি সরকার (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.