শুক্রবার | ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১২ পৌষ, ১৪৩১

ঈশ্বরদীতে সিসিডিবির গ্রাজুয়েট সমিতি হস্তান্তর সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ॥
পাবনার ঈশ্বরদীতে গ্রাজুয়েট সমিতি হস্তান্তর সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৯জুলাই ২০২৪) দুপুরে ঈশ্বরদীর সিসিডিবি অফিস চত্বরে গ্রাজুয়েট সমিতি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা। বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সমবায় অফিসার রাব্বিউল্লাহ মানিক, সমাজসেবা অফিসার মাসুদুর রহমান, অগ্রনী ব্যাংকের ব্যবসস্থাপক সুলতান হাফিজ এ মামুন, ন্যাশনাল ব্যংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম, রুপালী ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান।
সিসিডিবির এরিয়া ব্যবস্থাপক ডেনিস মান্ডের সভাপতিত্বে এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার কাউসার আল মামুন ও সাবিত্রী মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,রেবেকা বেগম,লাকী খাতুন ও বেলী খাতুন বক্তব্য দেন। অনুষ্ঠানে ঈশ্বরদী এরিয়া অফিসের অধীনে দশটি গ্রাজুয়েট সমিতি হস্তান্তর করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.