নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ সাগরের সাথে উপজেলার চারটি স্বতন্ত্র কারিগরি কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই ২০২৪) পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
এ সময় উপস্থিত মঞ্জিলপুকুর কৃষি কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, পৌর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেন, চকনাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মিজানুর রহমান এবং মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ সাগর বলেন, ‘আমি আপনাদেরই একজন। আমার বাবা (সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিন) আপনাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়নে আপনারা নিরলস কাজ করে যাচ্ছেন। সেই সাথে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।