বুধবার | ২৯ জানুয়ারি, ২০২৫ | ১৫ মাঘ, ১৪৩১

পদ্মারচরে ৩৫ হাজার গাছের চারা রোপন উদ্বোধন

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে পদ্মার চরাঞ্চলে ৩৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৪) বিকালে উপজেলা বন বিভাগের আয়োজনে একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ, প্রকল্পের উপকারভোগীদের সভাপতি এ এম রায়হানের প্রমুখ।
এ সময় লালপুরে সামাজিক বনায়নের ৩২ জন সদস্যের হাতে ৩৯ হাজার ৩৮৮ টাকার চেক তুলে দেন এমপি আবুল কালাম আজাদ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.