বুধবার | ২৯ জানুয়ারি, ২০২৫ | ১৫ মাঘ, ১৪৩১

প্রশাসনের সাথে ছাত্রদের মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন দপ্তর প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অগাস্ট ২০২৪) উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও মো. মেহেদী হাসানের সভাপতিত্ব সভায় ছাত্রদের পক্ষে ১১ দফা দাবি তুলে ধরেন ঈশ্বরদী সরকারী কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান।
এ সময় বক্তব্য রাখেন, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ কে এম সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, মোজাম্মেল হক, শাহ আলম সেলিম, আব্দুল মোত্তালেব রায়হান, শিক্ষার্থী মো. আব্দুলাহ (ইসলামী বিশ্ববিদ্যালয়) ও সাদ্দাম হোসেন (ঈশ্বরদী সরকারী কলেজ)।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ শিক্ষার্থী হাসান আলী (রাজশাহী বিশ্ববিদ্যালয়), খাইরুজ্জামান টুটুল (ঈশ্বরদী সরকারী কলেজ), শামস্ মোহাম্মাদ তাবরীজ (লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এন্ড কলেজ), খালেদ মামুন আকাশ (নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ), মো. ছাব্বির হাসান ইমন (রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ), মো. রেজওয়ানুর রহমান (রাজশাহী বরেন্দ্র ইউনিভার্সিটি), মো. লোহান রিয়াসাদ রিদু (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) প্রমুখ।


সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি সমূহ তুলে ধরা হয়:
১. ফুটপাত দখলমুক্ত লালপুর গড়ে তুলতে হবে।
২. অনেক দোকানদার মূল্য তালিকা দেখালেও অনেকেই তা এখন অবধি দেখাচ্ছেন না। প্রশাসনের সহযোগীতায় তাদের মূল্য তালিকা ঝুলানোর সাথে সাথে প্রতিদিনের আপডেট দাম নবায়ন করতে হবে।
৩. খুব শিঘ্রই লালপুর বাজার কমিটির সাথে বৈঠক করে তাদের বাজারের পরিবেশ উন্নয়নের কার্যক্রমকে স্বচ্ছতার সাথে নবায়নের নির্দেশ করতে হবে।
৪. সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষনা করে দিতে হবে। প্রয়োজনে ছাত্ররা কেবিনেট গঠনের মাধ্যমে নেতৃত্ব প্রদান করবে।
৫. লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মনিটরিং করতে হবে। কি পরিমাণ সরকারি ওষুধ পাচ্ছেন এবং কি পরিমাণ তা সাধারণ জনগণকে দিচ্ছেন সে বিষয়ে প্রতিমাসে অন্তত একবার হলেও হিসেব নিতে হবে।
৬. যেহেতু প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক কলেজের প্রধান উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার। যেকোনো অনুষ্ঠান করতে হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে হবে।
৭. উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে লালপুর থানাকে নির্দেশনায় দিয়ে ট্রাফিক সার্জেন্ট অফিসারকে পুনরায় লালপুরের কার্যক্রমে নিয়োগ করা এবং তার সাথে ট্রাফিক হিসেবে কর্মরত ছাত্রদের যুক্ত করবেন।
৮. যেহেতু প্রত্যেকটি শিক্ষক জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করেন তাই শিক্ষা অফিসার প্রতি মাসে খুব গুরুত্বের সাথে তাদের কার্যক্রম পর্যবেক্ষ করে নির্দেশনা প্রদান করবেন।
৯. সিএনজি এবং অটোবাইক চালকদের সাথে কথা বলে যৌক্তিক কারণ ছাড়া ভাড়া বৃদ্ধির কারণ তদারকি করবেন।
১০. ইউনিয়ন ভূমি অফিস এবং কাচারী ঘরকে সিসি ক্যামেরার আওতায়ভুক্ত করবেন এবং তার একসেস সহকারী কমিশনারের (ভূমি) নিকট দিবেন। কেউ যেন বেশি পরিমাণ অর্থ গ্রহণ করতে না পারে। সে বিষয়ে কঠোর ভূমিকা পালন করবেন।
১১. রাষ্ট্রীয় সম্পদগুলোর যেরূপ ক্ষতি হয়েছে তা পুন:গঠনের জন্য শিঘ্রই পদক্ষেপ গ্রহণ করবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.