ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত সংবাদ উস্কানিমূলক বলে প্রত্যাখ্যান করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটম। সোমবার (১৯ আগস্ট) দুপুরে রাশিয়ার মস্কো থেকে রসাটমের গণমাধ্যম প্রেরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ও প্রচারিত রূপপুর প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রচারিত সংবাদ প্রত্যাখান করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রসাটম তার সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দূর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রসাটম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত।
রসাটম জানায়, আমরা গনমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগনের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে।