মঙ্গলবার | ৩ ডিসেম্বর, ২০২৪ | ১৮ অগ্রহায়ণ, ১৪৩১

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ

আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তার বিতরণ নগদ অর্থ ও সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) উপজেলা পরিষদ মিলানায়তনে উপকরণ বিতরণ করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শিক্ষা উপকরণ হিসেবে আদিবাসী ৫ জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল, ১ম থেকে ৫ম শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৫০০ টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১৩ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা এবং কলেজ পর্যায়ে ৭ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকা করে বৃত্তির নগদ টাকা প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.